Sunday, 14 November 2010

মোজার দুর্গন্ধ থেকে পরিত্রাণ

কী শীত, কী গ্রীস্ম-জুতা-মোজা পরে তো বেরুতেই হয়। আর কেতাদুরস্ত মানুষ হলে তো কথাই নেই। কিন্তু জুতা খুলতেই যদি বেরোয় নাড়ি উল্টানো দুর্গন্ধ, তাহলে? এই বিব্রতকর সমস্যাটি আমাদের সকলেরই কম  বেশি হয়। চিন্তার কিছু নেই, ইচ্ছা করলেই এর প্রতিকার সম্ভব। কি ভাবে ?
তার আগে জেনে নিন কেন এটা হয়? কেন মোজায় গন্ধ হয়? পায়ের ঘাম আর এর সাথে মিশে যায় ময়লা ফাঙ্গাস ঈস্ট আর ব্যাকটেরিয়া। ব্যস, এই মিলেই দুর্গন্ধ।

করণীয়:
অবশ্যই পরিষ্কার এবং শুকনো জুতা-মোজা ব্যবহার করবেন। দিনে অন্তত দু’বার অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবান দিয়ে পা ধোবেন। তারপর ভাল করে পা মুছে ছত্রাক নিরোধী পাউডারের সাথে একনে জেল এবং ১০% বেনজইল পারঅক্সাইড মিশিয়ে পায়ে লাগাতে পারেন । আরও দ্রুত এবং কার্যকর ফল পেতে এক লিটার কুসুম গরম পানিতে তিন টেবিল চামচ চা পাতা ভিজিয়ে তাতে দশ মিনিট পা ডুবিয়ে রাখুন। এবার ভাল করে পা মুছে জুতা-মোজা পরুন। আর বিচ্ছিরি গন্ধ নয়। এবার দুর্গন্ধমুক্ত পা দুর্গন্ধমুক্ত জুতা।

No comments:

Post a Comment