your doctor

Mail: yourdoctor.hello@gmail.com

YOUR DOCTOR

Sunday 2 January 2011

নাকে ড্রপ বেশী করে করবেন না

সর্দি হলেই যাদের নাক বন্ধ হয়ে যায় তারা সাধারণত নাকের ড্রপ ব্যবহার করেন। এই ড্রপগুলো তাৎক্ষণিকভাবে বেশ কাজ করে। নাকের মধ্যে দু’তিন ফোঁটা ড্রপ দেয়ার কয়েক মিনিটের মধ্যেই বন্ধ নাক খুলে যায়। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেয়া যায় কিন্তু এই ড্রপগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা মোটেই সুখকর নয়। নাকের  ড্রপ একটানা তিন চারদিন ব্যবহার করলে নাসারন্দ্রের আবরণী কলাগুলো ক্ষতিগ্রস্থ হয় এবং সাইনোসাইটিসের জটিলতা বাড়ে। তাই নাকের ড্রপ যতই কম ব্যবহার করা যায় ততই মঙ্গল।

তবে দিনের অধিকাংশ সময়ই যাদের নাক বন্ধ থাকে এবং যারা এইসব ড্রপের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল তাদের জন্য একটি ভাল পরামর্শ রয়েছে। আর তা হলো বিকল্প ন্যসাল ড্রপ। ব্যবহার্য ন্যসাল ড্রপের অর্ধেকটা ফেলে দিয়ে তাতে পানি ভরে নিতে হবে । পানিটা অবশ্যই কমপক্ষে ১০ মিনিট সিদ্ধ করতে হবে। ব্যস, হয়ে গেল বিকল্প ন্যসাল ড্রপ। এই ড্রপটি এক নাগাড়ে ছয় সাত দিন ব্যবহার করা যাবে ।

No comments: