চোখের ত্রুটি দূর করতে আমাদের প্রায় ক্ষেত্রেই চশমা পরতে হয় কিন্তু চশমায় অনেকেই অস্বস্তিবোধ করেন। স্মার্টনেসের পরিপন্থি বলেও ভাবেন কেউ কেউ। তাই চশমার বিকল্প হিসাবে এসেছে কনট্যাক্ট লেন্স। কিন্তু কনটাক্ট লেন্সেরও রয়েছে অনেক ঝামেলা। হাত মুখ ধুতে গিয়ে যদি বাথরুমের মেঝেতে খুলে পড়ে যায় তা হলে আর বিড়ম্বনার সীমা থাকে না। এই সব ঝামেলা দূর করতে বাজারে এসেছে এক অত্যাধুনিক আবিষ্কার যা এক ধরনের স্বচ্ছ রিং, সরাসরি চোখের কর্নিয়ায় সংযোজন করা যায়। এর নাম দেয়া হয়েছে ইনট্যাকস ।
আমেরিকার ফুড এ্যান্ড ড্রাগ এডমিনেস্ট্রেশন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখেছে ইনট্যাক্স চোখে স্থায়ীভাবে সংযোজন করা যায় আবার প্রয়োজনমত অপসারনও করা যায়। এটি লাগাতে সময় লাগে মাত্র ১৫ মিনিট । পরীক্ষা করে দেখা গেছে এটি চশমা বা কনটাক্ট লেন্সের চেয়েও ভাল কাজ করে। খুব অল্পসংখ্যক ব্যবহারকারী এর পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হতে পারেন। এই সমস্যা রয়েই গেছে এবং এর দামটা এখনও সাধারণের ক্ষমতার বাইরে ।
No comments:
Post a Comment