your doctor

Mail: yourdoctor.hello@gmail.com

YOUR DOCTOR

Sunday, 2 January 2011

এ্যাজমা এবং স্থূলতা

যাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে তাদের শ্বাসকষ্ট বা এ্যাজমা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তথ্যটি দিয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকগণ। তারা ৯০ হাজার মহিলার ওপর একটি দীর্ঘমেয়াদী গবেষণা চালিয়েছে, যাদের কেউই এ্যাজমায় আক্রান্ত নন। কিন্তু দেখা গেল এদের মধ্যে যাদের শরীর স্থুল এবং মেদবহুল তাদের শ্বাসকষ্টে ভোগার প্রবণতা বাকিদের তুলনায় বেড়ে গেছে। শরীরের ওজন বৃদ্ধি পেলে কিছু হরমোনজনিত পরিবর্তন হয়। ধারণা করা হচ্ছে, এই হরমোনজনিত পরিবর্তনই মূলত শ্বাসকষ্টের প্রবণতা বাড়ানোর জন্য দায়ী।

No comments: