ধরে নিন আপনাক হঠাৎ পোকায় কামড়াল। হাতের কাছে এ্যান্টিসেপটিক ক্রিম নেই। তো কি করবেন? আপনার ঘরে যদি ভিনেগার থাকে তাহলে এবার কাজে লাগাতে পারেন। পোকা আপনার শরীরের যে অংশে কামড়েছে বা আঁচড় দিয়েছে ঠিক সেখানে এক ফোঁটা ভিনেগার নিয়ে মালিশ করুন। দ্রুত সেরে যাবে । আঁচড়ের যন্ত্রণাও থাকবে না। ভিনেগার আক্রান্ত স্থানের রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ফলে বিষক্রিয়ায় আক্রান্ত স্থানে যে দাগ হয় তাও দ্রুত সেরে যায় ।
যদি ভিনেগার না থাকে তবে আরও একটা কাজ করতে পারেন। পিঁয়াজ থেতো করে লাগিয়ে দিতে পারেন । পিঁয়াজে এক ধরনের এনজাইম রয়েছে যা ব্যথানাশক হিসাবে ভাল কাজ করে। তবে ব্যথা দীর্ঘমেয়াদী হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। কারণ পোকার কামড় থেকেও অনেক সময় মারাত্মক ধরনের ইনফেকশন হতে পারে ।
No comments:
Post a Comment