- থার্মোমিটার মুখে দেয়ার কমপক্ষে দশ মিনিট আগে থেকে কোন রকম ঠান্ডা বা গরম পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হবে। ঠান্ডা বা গরম পানীয় মুখের তাপমাত্রার তারতম্য করে। ফলে আপনি শরীরের সঠিক তাপমাত্রাটি জানতে ব্যর্থ হবেন ।
your doctor
Mail: yourdoctor.hello@gmail.com
YOUR DOCTOR
Saturday, 20 November 2010
থার্মোমিটারে সঠিক তাপমাত্রা জানার উপায়
জ্বর হলেই আমরা শরীরের তাপমাত্রা জানতে থার্মোমিটারের ব্যবহার করে থাকি। কিন্তু কিছু ভুল ত্রুটির জন্য অনেক সময়ই আমরা ভুল তাপমাত্রাটি পেয়ে থাকি। আসুন জেনে নিই, থার্মোমিটার থেকে কিভাবে সঠিক তাপমাত্রাটি পাওযা যাবে। নির্ভুল রিডিং পেতে প্রচলিত পারদ থার্মোমিটারই যথেষ্ট। আধুনিক ডিজিটাল থার্মোমিটার না হলেও অসুবিধা নেই এতদিন জিহ্বার নিচে পাঁচ মিনিট থার্মোমিটার রাখা হতো। ইদানিং গবেষণায় দেখা গেছে সঠিক রিডিংয়ের জন্য আট মিনিটই আদর্শ।
Labels:
টিপস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment